বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ বিকেলে শহরের পুরাতন বাজারস্থ বাগেরহাট জেলা ব্লাড ব্যাংকের কার্যালয় থেকে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময়, বাগেরহাট জেলা ব্লাড ব্যাংকের সভাপতি মাওঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এম. জাহিদ, সহ-সভাপতি মোঃ ওলিউজ্জামান মিনা, উপদেষ্টা শেখ মোঃ হাসানসহ জেলা ব্লাড ব্যাংকের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এদিন চারজন অসহায় নারীকে জেলা ব্লাড ব্যাংকের নিজস্ব অর্থায়নে সেলাই মেশিন প্রদান করা হয়। বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে খুশি দরিদ্ররা। এর আগে বিভিন্ন সময় দেড় শতাধিক দরিদ্র মানুষকে সেলাই মেশিন ও অর্ধ শতাধিক শারীরিক প্রতিবন্ধী অসহায় মানুষকে হুইল চেয়ার বিতরণ করেছে স্বেচ্ছায় রক্তদাতা এই সংগঠনটি।
