বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের রামপালে পশুর নদীর চর থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ দুপুর ১২টার দিকে উপজেলার পশুর নদীর রনজায়পুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর হবে। পরনে লাল পেটিকোট ও সোয়েটার এবং হাত ও পায়ে বিভিন্ন ধরনের রাবার ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে পুলিশ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছউদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ওই নারীর মরদেহ উদ্ধার করেছি। তার বয়স হবে আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। পরনে লাল পেটিকোট ও সোয়েটার এবং হাতে শাখাসহ নানা ধরনের রাবার ছিল। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, ধারণা করছি ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপরও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানতে পুলিশ কাজ শুরু করেছে।