বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে হত্যার হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা। এঘটনা ঘটেছে উপজেলার ভাষা গ্রামের হেমায়েত মল্লিকের বাড়িতে। এব্যাপারে বাগেরহাট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেট আদালতে মামলা ও পুলিশ সুপারের নিকট অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
উপজেলার ভাষা গ্রামের মৃত হালিম মল্লিকের পুত্র হেমায়েত মল্লিক জানায়, তার স্ত্রী রুনা বেগমের নামে ক্রয়কৃত জমি ও পৈত্রীক জমি নিয়ে এহিয়া মল্লিক, হানিফ মল্লিকের সাথে দির্ঘদিন বিরোধ চলে আসছে। একারনে তারা বিভিন্ন সময় খুন জখম সহ বিভিন্ন ধরনের হুমকি দেয়।এঘটনায় রুনা বেগম পুলিশ সুপারের নিকট একটি অভিযোগ করে। এতে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে ১৮ই ফেব্রুয়ারী সকালে এহিয়া মল্লিক, হানিফ মল্লিক, সাইদুল শেখ, বাদশা শেখ ও আনছার মল্লিক সহ ৭/৮ জনের একদল হামলাকরী পূর্ব পরিকল্পিত ভাবে রুনা বেগমের জমিতে কাজ করছিল। এ সময় প্রতিপক্ষরা জবর দখলের উদ্দেশ্যে জমিতে প্রবেশ করিয়া রুনা বেগমকে ঘিরিয়া ধরে মারধর করিতে উদ্যত হয়ে খুন ও গুম সহ বিভিন্ন ধরনের হুমকি দেয়। এঘটনার পর হেমায়েত মল্লিক তার পরিবারে নিরাপত্তা চেয়ে বাগেরহাট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেট আদালতে ১০৭/১১৭(গ) ধারামতে মামলা ও পুলিশ সুপারের নিকট অভিযোগ করেছে।