বাউল শিল্পী রীতা দেওয়ানের বিরুদ্ধে মামলার শুনানি স্থগিত

বিনোদন

ডেস্ক রিপোর্ট ঃ

পালাগানে আল্লাহকে অবমাননা করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে আনা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

ওই মামলার কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রিতার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত আদালত এ আদেশ দেন।

আজ আদালতে আবেদনের শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল নোমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল আহসান খান আসলাম।

এ ঘটনায় ২০২১ সালের ২৫ অক্টোবর রীতাসহ তিনজনের বিরুদ্ধে ঢাকা সাইবার আদালতে অভিযোগ দায়ের করা হয়। মামলাটি বর্তমানে আলামত সংগ্রহের পর্যায়ে রয়েছে। রিতাসহ অন্য দুই আসামি হলেন শাজাহান ও ইকবাল হোসেন।

পালাগানে ধর্ম অবমাননার অভিযোগ এনে ২০২০ সালের ৩১ জানুয়ারি রীতা দেওয়ানের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, পালাগান আসরে প্রতিপক্ষকে আক্রমণ করার সময় রীতা ‘সর্বশক্তিমান আল্লাহ সম্পর্কে চরম অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আর তা ছড়িয়ে পড়ে ইউটিউবে। মামলার পরদিনই রিতা দেওয়ান ইউটিউবে গিয়ে ক্ষমা চান।

 

এরপর একই বছরের ২০ অক্টোবর পিবিআই পরিদর্শক শেখ মোঃ মিজানুর রহমান মামলাটি তদন্ত করে তিনজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে রিতাসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে রিতা আত্মসমর্পণ করে জামিন পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *