বাউবির কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাউবির কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা

গাজীপুর প্রতিনিধি :

সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিভিন্ন কর্মকান্ড আরো শক্তিশালী করার লক্ষ্যে ‘তথ্য অধিকার আইন : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক জনঅবহিতকরণ প্রশিক্ষণ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের হলরুমে মঙ্গলবার সকাল ১০টায় এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাউবি’র কুমিল্লা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক টি এম আহমেদ হুসেইন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী এম আনিছুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন আনিছুল ইসলাম বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে। তথ্য পাওয়ার অধিকার তখনই প্রতিষ্ঠা পায় যখন আমরা সবাই সচেতন থাকবো। বাউবি’তে নানান শ্রেণি পেশার বিভিন্ন বয়সের শিক্ষার্থীগণ অধ্যয়ন করেন এবং কর্মজীবি মানুষ সঠিক তথ্যের প্রত্যাশা করেন যাতে তারা হয়রানির শিকার না হন। এই তথ্য বা সেবা প্রদানে বাউবি চমৎকার পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে।
কর্মশালার প্রধান আলোচক সাদিক মামুন বলেন, প্রত্যেক নাগরিকেরই অবাধ তথ্য জানার মৌলিক অধিকার রয়েছে। উন্নয়নশীল দেশের সরকারের নানান কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন, টেকসই উন্নয়নের একমাত্র চাবিকাঠি হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ। জনগণ ও প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। প্রশিক্ষণ শেষে বাউবি’র তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি কর্তৃক প্রচারিত তথ্য অধিকার বিষয়ক ব্যানার প্রদর্শনপূর্বক আগত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *