বাউবিতে কমনওয়েলথ এক্সিকিউটিভ শিক্ষার্থীদের আবাসিক গবেষণা ক্যাম্পিং

বাউবিতে কমনওয়েলথ এক্সিকিউটিভ শিক্ষার্থীদের আবাসিক গবেষণা ক্যাম্পিং

জেলা

গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস পরিচালিত কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ প্রোগামের শিক্ষার্থীদের দুই দিনব্যাপি ‘রিসার্চ রিপোর্ট রাইটিং: ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট’ বিষয়ে আবাসিক গবেষণা ক্যাম্পিং গাজীপুর ক্যাম্পাসে গতকাল শেষ হয়েছে। এই ক্যাম্পিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা হলো কোন বিষয় সম্পর্কে গভীরভাবে জানা এবং অজানাকে জানার চেষ্টা করা। আমাদের যে বিষয় বা সম্পর্কে জ্ঞান পরিপূর্ণ নয়, সে বিষয়ে জানতে হলে গবেষণা প্রয়োজন। সমস্যার সমাধানের উপায় হিসেবেও গবেষণা কাজ করে। গবেষণা করতে গিয়ে তথ্য উপাত্তের যে ডেটা আমরা সংগ্রহ করি সেই ডেটার কোয়ালিটি এবং ডেটার সঠিকতা খুবই গুরুত্বপূর্ণ। গবেষণার তথ্য উপাত্ত যাতে সঠিক হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন তিনি। ক্যাম্পিং অনুষ্ঠানে বাউবি’র ট্রেজারার ও স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক মোস্তফা আজাদ কামালের সভাপতিত্বে ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সঞ্চালনায় শিক্ষার্থীদের দুইদিন ব্যাপি আবাসিক গবেষণা ক্যাম্পিং এর বিভিন্ন সেশনে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. একরামুল হক, অধ্যাপক ড. কাজী মোহাম্মদ গালিব আহসান, অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, সহযোগী অধ্যাপক ড. শাহীন আহমেদ, সহকারী অধ্যাপক কায়েস বিন রহমান, সহকারী অধ্যাপক আসমা আক্তার শেলী, সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম ও প্রভাষক সিবাত মাসুদ। ঢাকা ও চট্টগ্রাম স্টাডি সেন্টারের মোট ৫১ জন কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ প্রোগামের শিক্ষার্থী বাউবি’র মূল ক্যাম্পাসের গেস্ট হাউজে অবস্থান করে এ গবেষনা ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করেন। ক্যাম্পিং অনুষ্ঠানে বাউবি’র স্কুল অব বিজনেসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *