বাংলাদেশ ফ্যাস্টিভ্যালের আয়োজন করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড

বাংলাদেশ ফ্যাস্টিভ্যালের আয়োজন করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড

অর্থনীতি

নিজস্ব প্রতিনিধি:
বিশ্ব পর্যটন দিবস ২০২৩ ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ স্লোগানের অধীনে ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হবে। এ উপলক্ষে বাংলাদেশ ফ্যাস্টিভ্যালের আয়োজন করতে চলেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর এই উৎসবের আয়োজন করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এ উৎসব চলবে। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটররা উৎসবে অংশগ্রহণ করবে। এ ছাড়া বিভিন্ন জেলার পর্যটন পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। এই উৎসবে দেশব্যাপী পর্যটনের নানা অফার ও আয়োজন থাকবে। উৎসবটি দর্শনার্থীদের আকর্ষণীয় ট্যুর পরিকল্পনা করতেও সহায়তা করবে।

এই উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি থাকবে বিভিন্ন দেশের খাবার। দর্শনার্থীরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক স্থান, ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি, পর্যটন সম্পদ সম্পর্কেও জানতে পারবেন। প্রতিটি জেলার আকর্ষণীয় পর্যটন ছবি দেখার সুযোগ পাবেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চা পর্যটন, পর্যটক ও পর্যটন কেন্দ্রের নিরাপত্তা, বাসস্থান, পরিবহন, তথ্য উদ্ভাবন, এসডিজি, পর্যটনে বিনিয়োগের সম্ভাবনা, পর্যটন খাতে মানবসম্পদ উন্নয়ন এবং পর্যটন শিল্পে নারীদের অংশগ্রহণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকবে গম্ভীরা, গাজী কালুর পাট, পথনাট্য, বাউল গান, পুথির পথ, কাওয়ালি ইত্যাদি।

প্রতিবছর একই সময়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই উদ্যোগের পরিকল্পনা করছে। উৎসবটি একটি মঞ্চ হবে, যেখান থেকে দেখা যাবে তাঁত, জামদানি ও মসলিন কাপড় তৈরি। বাংলাদেশ উৎসবে তুলে ধরা হবে বাংলাদেশের সব ঐতিহ্যের পাশাপাশি সুন্দর বাংলায় ঘুরে বেড়ানোর সব সুযোগ। বাংলার অপরূপ সৌন্দর্যে সজ্জিত হবে সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রার গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *