নিজস্ব প্রতিনিধি:
গ্লোবাল রেডিমেড পোশাক ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার (১১ মে) গ্রামীণ ইউনিক্লোর ওয়েবসাইটে এক বিবৃতিতে ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড এ তথ্য জানিয়েছে।
১৮ জুনের মধ্যে তাদের ১০টি বিক্রয় কেন্দ্র বন্ধ করার পাশাপাশি, কোম্পানিটি ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে।
“আমরা আপনাকে জানাতে দুঃখিত যে আমরা ১৮ জুন, ২০২৩ এর মধ্যে ১০টি গ্রামীণ ইউনিক্লোর স্টোর (আউটলেট) বন্ধ করে দেব এবং গ্রামীণ ইউনিক্লোর ব্যবসায়িক কার্যক্রমও বন্ধ হয়ে যাবে,” বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের ব্যবসার একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সফল হয়েছি। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ব্যবসা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
জাপানি রিটেইল কোম্পানি গ্রামীণ ব্যাংক গ্রুপের সাথে অংশীদারিত্বে ২০১০ সালে ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করে। এরপর ২০১৩ সালে গ্রামীণ ইউনিক্লো প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় একটি বিক্রয় কেন্দ্র চালু করে। এরপর গ্রামীণ ইউনিক্লো ধীরে ধীরে বিক্রয় কেন্দ্র বাড়ানো শুরু করে।