বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

জেলা

আলমগীর হোসেন আলম, কুমিল্লা ব্যুরো প্রধান:
আজ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ও কুমিল্লা জেলা আইডিইবি এর সমন্বয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লা টাউন হলে এক প্রতিবাদ সবার আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক জনাব মোঃ আলেক হোসেন জুয়েল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক ও ঢাকা জেলা আইডিইবির সভাপতি এ টি এম গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (ঢাকা অঞ্চল) মোহাম্মদ আব্দুল মোতালেব, আইডিইবির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কুমিল্লা অঞ্চল মোহাম্মদ মোখলেসুর রহমান, আইডিইবি কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, আইডিইবি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ শাহাদাত হোসেন হাওলাদার ও আইডিইবি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন। সভা পরিচালনা করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব মোঃ গোলাম জিলানী।

উক্ত প্রতিবাদ সভায় কুমিল্লা জেলার সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকসহ সকল প্রকৌশল দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুতি ডিপ্লোমা প্রকৌশলীদের যৌক্তিক দাবি সমূহ বাস্তবায়ন না করায় এদেশের কুচক্রী কারিগরি আমলাদের ষড়যন্ত্র মূলক আচরণের বিরুদ্ধেক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

প্রতিবাদ সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ উপস্থিতসকল ছাত্র শিক্ষক পেশাজীবী ডিপ্লোমা প্রকৌশলীগণ দাবি আদায়ের লক্ষ্যে মিছিল সহকারে কুমিল্লা শহরে প্রদক্ষিণ করেন এবং কুমিল্লা প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাপ্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *