বাংলাদেশের কাছে শীতবস্ত্র চায় তুরস্ক

আন্তর্জাতিক জাতীয়

অনলাইন ডেস্ক।।

আর্থিক সহায়তা নয়, বাংলাদেশের কাছে এই মুহূর্তে সরঞ্জাম, শুকনা খাবার ও শীতবস্ত্র চেয়েছে তুরস্ক। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমন বার্তা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। তিনি বলেন, ‘নগদ অর্থের পরিবর্তে তুরস্ক বাংলাদেশের কাছে এই মুহূর্তে মানবিক সহায়তা চায়। যেমন দক্ষ উদ্ধারকারী দল, ওষুধ, গরম কাপড় এই ধরনের সহায়তা।’

রাষ্ট্রদূত আরো বলেন, ‘তুর্কি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন অবিস্মরণীয়। শীতবস্ত্র, ওষুধসহ নানা জিনিস দরকার।’সাংবাদিকদের ভিসা দেয়ার প্রসঙ্গে তুরান বলেন, যেসব সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে যেতে চায় তাদের ভিসা দ্রুত দেয়া হবে। তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজার। দুই দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে এই সংখ্যা নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এদিকে তুরস্ক-সিরিয়ায় প্রলয়ংকরী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। কেবল তুরস্কেই মারা গেছেন ১৪ হাজার ১৪ জন। সিরিয়ায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৬২ জনে। এর মধ্যে সিরিয়ার সরকারনিয়ন্ত্রিত এলাকায় প্রাণহানি হয়েছে ১ হাজার ২৬২ জন এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে ১ হাজার ৯০০ জন। ফলে দুই দেশ মিলিয়ে ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ১৭৬ জন।

ভূমিকম্পের পর এরই মধ্যে পেরিয়ে গেছে ৮০ ঘণ্টার বেশি। শেষ হয়নি উদ্ধারকাজ। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে তাদের জীবিত উদ্ধারের আশা ক্রমেই ফুরিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *