বশেমুরকৃবি’র ও বিডিরেন'র মধ্যে এমওইউ স্বাক্ষরিত

বশেমুরকৃবি ও বিডিরেন’র মধ্যে এমওইউ স্বাক্ষরিত

জেলা

গাজীপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ও বাংলাদেশ রিসার্চ এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এর মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়। ৬ জুন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার উপস্থিতিতে বশেমুরকৃবি’র পক্ষে ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং বিডিরেন এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তাওরিত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। উল্লেখ্য, বিডিরেন ইতিপূর্বে বশেমুরকৃবিতে ২ ধাপে মোট ৬০০ সেট আইপি ফোন বিনামূল্যে প্রদান করে। পূর্বে স্বাক্ষরিত সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) এর আওতায় বশেমুরকৃবি ওয়েবসাইট পোস্টিং ও ভার্চুয়াল সার্ভার ব্যবহারের সুবিধা পেয়ে আসছে। এমওইউ চুক্তির ফলে ভবিষ্যতে ক্যাম্পাস নেটওয়ার্ক মেইনটেন্যান্স এর মাধ্যমে অভ্যন্তরীণ সুযোগ-সুবিধাসহ অন্যান্য সেবা আরো বৃদ্ধি পাবে বলে বিডিরেন সিইও অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ডীন, রেজিস্ট্রার, পরিচালক আইকিউএসি ও সিস্টেম অ্যানালিস্টসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *