বশেমুরকৃবি ও এনডিএফ-বিডি’র সংসদীয় বিতর্ক বিষয়ক কর্মশালা

বশেমুরকৃবি ও এনডিএফ-বিডি’র সংসদীয় বিতর্ক বিষয়ক কর্মশালা

জেলা

গাজীপুর প্রতিনিধি:
বশেমুরকৃবি ও এনডিএ-বিডি’র যৌথ আয়োজনে আজ দিনব্যাপী সংসদীয় বিতর্ক বিষয়ক কর্মশালা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিতর্কের বিষয় ছিলো ‘অর্থ দিয়ে সুখ কেনা যায় না’। যুক্তিপ্রিয় অসাধারণ বৃষ্টিস্নাত প্রহরে, হৃদয়ের গহীনে, সবুজের আবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন কর্মশালার সভাপতি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।
কর্মশালার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ কর্মশালা উদ্বোধন করেন এবং বলেন, বিতর্ক একটি অসাধারণ শিল্প, একে বিকশিত করতেই এ কর্মশালার আয়োজন। তিনি সহযোগি সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ-বিডি) কে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ-বিডি’র সম্মানিত চেয়ারম্যান এ. কে. এম. শোয়েব। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ-বিডি’র কো-চেয়ারম্যান উসামা রাশেদ এবং তাহসিন রিয়াজ। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন বিশিষ্ট তার্কিক এনডিএফ-বিডি’র মহাপরিচালক ও রেক্টর (স্কুলিং) এম. আলমগীর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ-বিডি) এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালা শেষে প্রতিযোগি ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *