বশেমুরকৃবি’র সাথে ইস্টওয়েস্ট সীড এবং এগ্রারিয়ান রিসার্সের চুক্তিপত্র স্বাক্ষরিত

বশেমুরকৃবি’র সাথে ইস্টওয়েস্ট সীড এবং এগ্রারিয়ান রিসার্সের চুক্তিপত্র স্বাক্ষরিত

জেলা

গাজীপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে ইস্টওয়েস্ট সীড বাংলাদেশ প্রা: লি: এবং এগ্রারিয়ান রিসার্স ফাউন্ডেশনের বশেমুরকৃবি কর্তৃক উদ্ভাবিত জাতসূহের মানসম্পন্ন বীজ উৎপাদন ও গবেষণা জোরদার করার লক্ষ্যে এক চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে (এলওএ) স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া ও ইস্টওয়েস্ট সীড বাংলাদেশ প্রা: লি: এর পক্ষে এশিয়া আঞ্চলের প্রধান মি. হ্যাংক হারম্যান্স এবং এগ্রারিয়ান রিসার্স ফাউন্ডেশন (এআরএফ), বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল হামিদ। উক্ত চুক্তিপত্রের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইস্টওয়েস্ট সীড ইন্টারন্যাশনালের হেড অব সেল্স মিস. নাথাভাথ সুন্টরপালিন (আউম), জেনারেল ম্যানেজার (ভারত ও নেপাল) মি. শিব কুমার জেসি, প্রডাক্ট ডেভেলপমেন্ট প্রধান, এআরএফ এর নির্বাহী পরিচালক ড. মো. আশরাফ হোসেন এবং বশেমুরকৃবির ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো. আবিয়ার রহমান, রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *