বশেমুরকৃবিতে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত

জেলা

গাজীপুর প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে ‘কনসালটেশন ওয়ার্কশপ অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি)’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বিষয়ক আজকের কর্মশালা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। রূপকল্প ২০২১ এর ঘোষণা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে এবং এর সুফল পাচ্ছে দেশবাসী। তিনি রূপকল্প ২০৪১ সালের ঘোষণা অনুযায়ী উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এসডিজি কর্মশালায় সভাপতিত্ব করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো. আবিয়ার রহমান। কর্মশালায় মূল প্রশিক্ষকের দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের প্রফেসর ড. জি এম মনিরুল আলম। সমাপনী বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. আসিফ রেজা অনীক।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রক্টর, প্রভোস্টগণসহ প্রমোশনাল টিমের সদস্যগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *