গাজীপুর প্রতিনিধি :
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ বিস্তারিত কর্মসূচি পালন করছে। দেশব্যাপী উৎযাপিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সড়কসমূহ প্রদক্ষিণ শেষে মৎস্য অনুষদীয় পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
আগামীকাল প্রযুক্তি সেবা ও চাষী সমাবেশ, স্কুল শিক্ষার্থীদের মাঝে মাছ চাষ বিষয়ক ধারণা প্রদান ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মৎস্য সপ্তাহের প্রথম দিনে ভাইস-চ্যান্সেলর ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, অনুষদীয় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ মাৎস্য বিজ্ঞান অনুষদের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন।