নিজস্ব প্রতিনিধি:
চলতি বছরের নভেম্বরে সাবা আজাদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃত্বিক রোশন, বলিউডে বেশ কিছুদিন ধরেই চলছে গুঞ্জন। তবে এ বিষয়ে কেউ সাড়া দেননি। তবে হৃত্বিকের বাবা রাকেশ রোশন মজা করে বলেছেন, “এমন কথা কখনো শুনিনি”।
হৃতিকের ঘনিষ্ঠ মহল বলছে, প্রাক্তন স্ত্রী সুজানের উপস্থিতিতেই নাকি চার হাত এক হবে হৃত্বিক ও সাবার।এই খবর কতটা সত্য? রাকেশ রোশনকে প্রশ্নটি করেছিলেন এক সংবাদকর্মী। জবাবে তিনি বলেন, এমন কিছু তো শুনিনি!
তবে সাবা আজাদ ও হৃত্বিক রোশনের প্রেমের গল্প শোনা যাচ্ছে বহুদিন ধরেই। শুরুতে কিছুটা গোপনীয়তা থাকলেও এখন বিষয়টি ওপেন সিক্রেট। এমনকি সম্প্রতি ভাইরাল হওয়া একটি টুইটে দাবি করা হয়েছে যে, দুজনেই তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার কথা ভাবছেন।
করণ জোহরের জন্মদিনের পার্টিতে এসেছিলেন হৃত্বিক ও সাবা। তারা প্রথমবারের মতো জনসমক্ষে একসঙ্গে এসেছেন। এরপর কখনো রোশন পরিবারের সঙ্গে, কখনো হৃত্বিকের দুই ছেলের সঙ্গে সাবা।
বিয়ের পর মানসম্মত সময় কাটাতে চান হৃতিক ও সাবা। সূত্রের খবর, হাতের সব কাজ শেষ করেই বিয়ে করবেন দুজন। সম্ভবত, ফাইটারের কাজ শেষ হলেই বেঁধে ফেলবেন গাঁটছড়া। টুইটারে হৃত্বিকের ভক্তরা তার বিয়ের খবরে দারুণ খুশি। সবাই ভবিষ্যৎ দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।
২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃত্বিকের। তারপর তিনি দীর্ঘ সময় সঙ্গীহীন ছিলেন । পরে কঙ্গনা রানাউতের সঙ্গে তার নাম জড়ায়। আর তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। অবশ্য সেসব এখন অতীত।
