ডেস্ক রিপোর্ট ঃ
আজ নিজেদের সপ্তম ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে ২ রানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।
দুপুর দেড়টায় মুখোমুখি হয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে মাশরাফির সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
নাজমুল হোসেন শান্তর ঝড়ো ব্যাটিংয়ে সিলেট ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে। ১৭৪ রানের টার্গেট নিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে বরিশালের ইনিংস থেমে যায় ১৭১ রানে। ২ রানে ম্যাচ জিতে জয়ে ফিরেছে সিলেট।
ফ্লাইং সিলেট তাদের প্রথম পাঁচ ম্যাচে ব্যাক-টু-ব্যাক জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। তবে শেষ ম্যাচে কুমিল্লার কাছে হেরে টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পায় সিলেট। তবে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তারা।
এদিকে মৌসুমের উদ্বোধনী খেলায় সিলেটের কাছে হেরেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। টানা পাঁচ ম্যাচে জয়ের পর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল। সিলেট জয় পেলেও রান রেটের কারণে দ্বিতীয় হয়েছে বরিশাল।
৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আজ বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।