বনরক্ষীদের ধাওয়ায় সুন্দরবনে বিষ ও নৌকা ফেলে পালালো জেলেরা

বনরক্ষীদের ধাওয়ায় সুন্দরবনে বিষ ও নৌকা ফেলে পালালো জেলেরা

জেলা

মোংলা প্রতিনিধি:
চলতি নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবন অবৈধভাবে বিষ দিয়ে মাছ শিকার করছিলো একদল জেলে। খবর পেয়ে আজ ভোরে বনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকায় অভিযান চালায় বনরক্ষকীরা। এসময় তাদের ধাওয়া খেয়ে জেলেরা পালিয়ে যায়।

তবে তাদের ফেলে রাখা ১৬ বোতল বিষ (কীটনাশক), তিন প্যাকেট পাউডার বিষসহ চারটি নৌকা জব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের এসিএফ (সহকারী বন সংরক্ষক) রানা দেব এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার ভোরে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নিশানবাড়িয়া খালে তিন ব্যক্তি চলমান নিষেধাজ্ঞার মধ্যে বিষ দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছিলো। এসময় তাদের আটক করতে ধাওয়া করা হলে তারা বনের গহীনে পালিয়ে যায়। তবে এসময় জেলেদের ব্যবহৃত ১৬ বোতল বিষ, তিন প্যাকেট পাউডার এবং চারটি নৌকা জব্দ করেন তারা।’

এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান বন কর্মকর্তা রানা দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *