নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসনিয়া বলেছেন, ওই সময় এটা স্থগিত না হলে আমরা এখানে একটা ভালো মার্কেট তৈরি করে দিতে পারতাম। তাহলে আজ এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটত না। আমি আগেই বলেছি যে আমি তাদের (ব্যবসায়ী) যতটা পারি সাহায্য করব।
বুধবার (৫ মার্চ) গণভবনে পদ্মসাতু ঋণের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “১৯৯৫ সালে একবার বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছিল। তারপর ২০১৮ সালে আবার আগুন লেগেছিল। তারপর আমরা এখানে একটি সুপার ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং তৈরির প্রজেক্ট নিয়েছিলাম। সেই সময় কিছু লোক আমাদের বাধা দেয়। শুধু বাধা নয়, একটা রিটও করে। পরে হাইকোর্ট এটাকে স্থগিত করে দেয়।
ফায়ার ব্রিগেডের ওপর হামলাকারীদের বিষয়ে তিনি বলেন, যারা ফায়ার ব্রিগেডের ওপর হামলা ও ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনা আহত ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনায় কত মানুষ ব্যবসা করেছে, তাদের সত্যিই যে কষ্টটা, তাদের কান্না, তা অসহনীয়।
আমি আগেই বলেছি যে আমি তাদের সাধ্যমতো সাহায্য করব এবং দেখব তাদের কী ধরনের ক্ষতি হয়েছে।
