বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জেলা

ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
শ্রীনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় শ্রীনগর উপজেলা প্রসাধন ও অফিসের আয়োজনে উপজেলার শ্রীনগর স্টেডিয়ামে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য জনাব মাহী বদরুদ্দোজা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম।
এছাড়াও  উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনজু দেওয়ান। ফাইনাল খেলায় মহিলা ও পুরুষ ২ টি দল অংশ গ্রহণ করেন। (বালিকা) আরধীপাড়া দীঘির পার ১-০ গোলে বীরতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করেন। (বালক)পাড়াগাঁও ২-০ গোলে হাঁসাড়া ঢালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেন।
অতিথিরা খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *