নিজস্ব প্রতিনিধি:
মামলা সংক্রান্ত বিষয়ে আদালতের কর্মকর্তাদের ঘুষ নেওয়া ও দেওয়া থেকে বিরত থাকতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।
বুধবার (১০ মে) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ বেঞ্চের এজলাস কক্ষের বাইরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছেন।
সংশ্লিষ্ট বেঞ্চের বেঞ্চ কর্মকর্তা মো. সেফাত উল্লাহ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মামলা তালিকাভুক্তির আগে বা পরে, মামলার রায়ের আগে বা পরে, জামিনের আদেশ বা অন্য কোনো আদেশ বা অন্য কোনো সময়ে অত্র কোর্টের বেঞ্চ কর্মকর্তা, সহকারী বেঞ্চ কর্মকর্তা, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা, কোর্টের জমাদার, কোর্ট বা চেম্বারের এমএলএসএস, বিচারপতির ড্রাইভার এবং গানম্যানসহ অত্র কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো কর্মকর্তা-কর্মচারী বকশিশ বা টিপস নেওয়ার নামে কোনো প্রকার অর্থ, উপহার সামগ্রী, গাড়ি সেবা বা অন্য কোনো নামে কোনো ধরনের সুবিধা গ্রহণ বা নেওয়া দুর্নীতি বলে গণ্য হবে।
আদালতের কোনো কর্মকর্তা এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত হলে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এতে আরও বলা হয়, আইনজীবী, আইনজীবী সহকারী এবং আদালতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।