ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখন আলোড়ন ছড়াচ্ছে সাকিব

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখন আলোড়ন ছড়াচ্ছে সাকিব

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সারা বিশ্বে আলো ছড়াচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলার পর তার গন্তব্য এবার শ্রীলঙ্কা। নিজের প্রথম ম্যাচে গল টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে অবদান রাখেন দলের জয়ে।

মৌসুমের দ্বিতীয় ম্যাচে সমান উজ্জ্বল সাকিব প্রতিপক্ষ বি লাভ ক্যান্ডিকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছেন।

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) মৌসুমের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করেছে দাসুন শানাকার দল। নির্ধারিত ২০ ওভারে সাকিব ও সেফার্টের বিধ্বংসী ইনিংসে টাইটানরা ৫ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে।

জবাবে ক্যান্ডি ১৭.১ ওভারে ৯৭ রানে অলআউট হয়। এদিন সাকিব ব্যাট হাতে ২১ বলে ৩০ রান এবং ৩ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নেন।

এদিন গল টাইটানস যখন ৬০ রানে ৩ উইকেট হারায়, তখন ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। টিম সেফার্টের সঙ্গে ৫২ বলে ৯৫ রানের দারুণ জুটি গড়েন তিনি।

তবে রানআউটের ফাঁদে পড়ার আগে সাকিব ২১ বলে ২ ছক্কায় ৩০ রান করেন। কিউই ব্যাটসম্যান ১৮৯.৭৪ স্ট্রাইক রেটে ৩৯ বলে ৭৪ রান করেন। শেষ পর্যন্ত ১৮০ রানে থামেন গল।

অন্যদিকে বল হাতেও সফল বাংলাদেশের অধিনায়ক। ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।

আসিফ আলীর গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নেন টাইগার অধিনায়ক। বি-লাভ ক্যান্ডির ইনিংস থেমে যায় ১০০ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন বান্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *