ফেসবুক প্রতিনিধিদের সাথে ইসির বৈঠক

ফেসবুক প্রতিনিধিদের সাথে ইসির বৈঠক

জাতীয়

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভুল তথ্য ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুল তথ্য ঠেকাতে ফেসবুকের প্রচারণা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

ফেসবুকের মূল কোম্পানি ‘মেটা’-এর বাংলাদেশ বিষয়ক পাবলিক পলিসি প্রধান রুজন সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে, ইসি জানিয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী ফেসবুক কনটেন্ট ব্লক করবে।

তিনি বলেন, ফেসবুকে ভুল তথ্য কীভাবে ঠেকানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করেবিশেষ করে হেট স্পিচ (বিদ্বেষমূলক বক্তব্য), ভায়োলেশনের মতো কোন প্রচারণা থাকলে সেগুলো তারা রিমুভ বা ব্লক করবে।

অশোক কুমার দেবনাথ জানান, আজকের বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে এবং কেন্দ্রবিন্দু নির্ধারণের পর ইসির সঙ্গে আরও আলোচনা হবে। ফেইসবুক আমাদের সাথে যোগাযোগ করে কোনো অপবাদমূলক বিষয়বস্তু খুঁজে বের করবে। তারা ফোকাল পয়েন্টও ঠিক করবে। তারপর তারা কোন ধরনের বিষয়বস্তু সীমাবদ্ধ করবে তা নির্ধারণ করতে আমাদের সাথে যোগাযোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *