নিজস্ব প্রতিনিধি:
টানা তিনবার লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাঠের লড়াইয়ে নয়, সোশ্যাল মিডিয়ায় আয়ের আয়ের ক্ষেত্রে এই টেক্কা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম ব্যক্তি যিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ৬০০ মিলিয়ন ফলোয়ারে পৌঁছেছেন। তার মানে ৬০ মিলিয়ন মানুষ বর্তমানে ইনস্টাগ্রামে সিআর সেভেনকে অনুসরণ করছে, যা প্রতিদিন বেড়ে চলেছে।
স্বাভাবিকভাবেই আয়ের ক্ষেত্রেও রোনালদোরই শীর্ষে থাকার কথা, হয়েছেও তাই। ক্রীড়াবিদদের মধ্যে তো বটেই, ইনস্টাগ্রামে পোস্টপ্রতি সবচেয়ে বেশি আয় করা ব্যক্তি রোনালদোই।
সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে প্রায় ছয় মাস খেলে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে সৌদির ফুটবলে নাম লেখালেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি সিআর সেভেনের। ফোর্বস সাময়িকীর হিসাব অনুযায়ী, ২০২৩ সালেও ইনস্টাগ্রামে শীর্ষ আয়ের ব্যক্তি তিনি। ২০১৭ সালের পর এবারই প্রথম এ অর্জনের মালিক হলেন পর্তুগিজ তারকা।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলে রোনালদোর পকেটে জমা হয় ৩৫ কোটি ৪৯ লাখ টাকা! অন্যদিকে, প্রতিটি পোস্টের জন্য মেসি পান ২৮.৫৬ মিলিয়ন টাকা।
ফোর্বসের মতে, ৩৮ বছর বয়সী এই ফুটবল তারকার নেট সম্পদের পরিমাণ ৫০০ মিলিয়ন মার্কিন ডলার, যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী এবং সফল ক্রীড়াবিদদের একজন করে তুলেছে।
ইনস্টাগ্রাম আয়ের দিক থেকে শুধু ক্রীড়াবিদদের চেয়েই এগিয়ে নেই মেসি-রোনালদো। তারা পেছনে ফেলেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজসহ বিশ্বব্যাপী জনপ্রিয় সব তারকাকে।