ফিলিস্তিনের শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৩

ফিলিস্তিনের শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৩

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর-পশ্চিম তীরের নাবলুস শহরের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২২ মে) ভোরে হামলার পর সহিংস সংঘর্ষ শুরু হলে তিন ফিলিস্তিনি নিহত ও ছয়জন আহত হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষে ইসরায়েলি সেনাদের গুলিতে তিনজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝরাতে ইসরায়েলি সেনারা ক্যাম্পে হামলা চালালে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, জানুয়ারিতে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে ১৫৬ ফিলিস্তিনি নিহত হওয়ার পর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *