ডেস্ক রিপোর্ট ঃ
বন্ধুদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো ফারাজ আয়াজ হুসেনকে নিয়ে ভারতে সিনেমা তৈরি হয়েছে। ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস সন্ত্রাসী হামলার সময় তার বীরত্বগাথাকে ঘিরে চলচ্চিত্রটি আবর্তিত হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলিউড ছবি ‘ফারাজ’।
এটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ছবিটি প্রযোজনা করেছেন হানসাল মেহতা যিনি ‘আলিগড়’, ‘ওমের্তা’, ‘শহীদ’-এর জন্য বিখ্যাত। বিবৃতিতে পরিচালক বলেন, তরুণরা কীভাবে সহিংসতায় জড়িয়ে পড়ে তা উন্মোচনের চেষ্টা করেছে ছবিটি। সেই সঙ্গে সহিংসতার বিরোধিতায় সমান সাহসিকতা ও মানবতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।
ছবিটি প্রযোজনা করেছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার। ফারাজ একটি গল্প যা অবশ্যই বলা উচিত। বিশ্ব কাঁপানো ঘটনা সুন্দর ও নিপুণভাবে উপস্থাপন করেছেন হংসল। ছবিটির মাধ্যমে কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর এবং পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালের অভিষেক হবে।
২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেখানে ২০ বছর বয়সী ফারাজ আয়াজ হোসেন মৃত্যুর মুখেও দুই বন্ধু অবিন্ত কবির ও তারিশি জৈনকে সমর্থন করেন। শেষ পর্যন্ত তিনি তাদের বাঁচাতে পারেননি। তিনি নিজেও বাঁচেননি। কিন্তু তিনি সাহস, বন্ধুত্ব ও মানবতা বজায় রেখেছিলেন। তার সাহসিকতার খবর ছড়িয়ে পড়ে পৃথিবীতে। এই সাহসিকতার জন্য তিনি আন্তর্জাতিক মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত হন।