ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়, পোড়াদিয়া ছৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয় ও ১০ পোড়াদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিজ নিজ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের নিজ নিজ মাঠে আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে মোঃ আতাউর রহমান বাবু ফকির এবং পোড়াদিয়া ছৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয়ে মোঃ রেজাউল করিম সভাপতিত্ব করেন। প্রধান অতিথির সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, ইউপি চেয়ারম্যান মোস্তফা হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপা ঘোষ, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রসাদ সরকার, আইরিন ইসলাম, পোড়াদিয়া ছৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বদিউজ্জামান, পোড়াদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরিফা পারভীন বিউটি, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ। উভয় বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি শাহদাব আকবর লাবু চৌধুরী এমপিসহ অন্নান্য অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা অন্ধের হাঁড়ি ভাঙ্গা, মোড়গ লড়াই, যেমন খুশি তেমন সাজো অতিথি ও দর্শকদেরকে দারুনভাবে আনন্দ দিয়েছে।