ফরিদগঞ্জে হাদিয়া ফাউন্ডেশনে'র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফরিদগঞ্জে হাদিয়া ফাউন্ডেশনে’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জেলা

সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি:
“তরুণদের অংশগ্রহণে তারুণ্যের জয়গান” এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন হাদিয়া ফাউন্ডেশনে’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ২০২১ সালের ১৪ই আগস্ট হাদিয়া ফাউন্ডেশনে’র পথচলা শুরু।

হাদিয়া ফাউন্ডেশনে’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার, ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রাামে অনুষ্ঠিত হয়।

এ সময় ফাউন্ডেশনের উদ্যোগে রাস্তার পাশে ৪শ’ খেজুর গাছ রোপণ, ৪ জন অসহায় ব্যক্তির মাঝে ছাগল বিতরণ ও একজন বুদ্বি-প্রতিবন্ধীকে স্বাবলম্বী করতে একটি মুদি দোকান প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার মুহাম্মদ মাহমুদুল হাসান ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি-মামুন পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, হাদিয়া ফাউন্ডেশন এর উপদেষ্টা কমিটি সদস্য-কুমিল্লা সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক ও আইন সহকারী মোঃ নূর নবী আজাদ ও ইউপি মেম্বার ফারুক হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হাসান, প্রধান প্রবাসী উপদেষ্টা আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম (রনি) এবং জেলার শাখার অন্যান্য সদস্যবৃন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *