নিজস্ব প্রতিনিধি:
ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি অধিনায়ক বাবর ও মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরিতে অসাধারণ জয় পাকিস্তানের। এই জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো স্বাগতিক দলটি।
এর চেয়ে বেশি রান তাড়া করে মাত্র একবার জিতেছে পাকিস্তান। গত বছর, বাবর আজমের দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪৮ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে।
শনিবার (২৯ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৩৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মিচেল ও টম ল্যাথাম ১৫৯ বলে ১৮৩ রানের জুটি করেন। এই দিনে ১০২ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি স্পর্শ করেন মিচেল। অন্যদিকে, ল্যাথাম সুযোগ তৈরি করেও ৯৮ রানে বোল্ড আউট হন।
নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। এদিন ১৪৪ বলে ১৮০ রান করে দলের বড় জয় নিশ্চিত করেন ফখর জামান। এছাড়া অধিনায়ক বাবর আজম ৬৫ ও মোহাম্মদ রিজওয়ান ৫৪ রান করেন।
১৪৪ বলে ১৭ চার ও ৬ ছক্কায় ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ফখর দুবার জীবন পেয়েছিলেন। এই সেঞ্চুরির মাধ্যমে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন ফখর।