প্রেসিডেন্ট পার্কের সম্পত্তি ভোগদখল না করার জন্য বিদিশাকে চিঠি

জাতীয়

ডেস্ক রিপোর্ট ঃ

হুসেইন মুহম্মদ এরশাদ তার ছেলে শাহাতা জারাব এরশাদের জন্য হোসেন মুহম্মদ এরশাদ ট্রাস্ট গঠন করেন। এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী জোরপূর্বক এই ট্রাস্টের সম্পদ দখল করছেন।

এরশাদের রেখে যাওয়া প্রেসিডেন্ট পার্ক ও গাড়ি ব্যবহার না করতে বিদিশাকে চিঠি দিয়েছেন পরিচালনা পর্ষদের সভাপতি কাজী মামুনুর রশীদ।

কাজী মামুনুর রশীদ রোববার (২২ জানুয়ারি) বলেন, ট্রাস্টের রিয়েল এস্টেট দখল না করতে বোর্ড বিদিশাকে চিঠি দিয়েছে। চিঠিটি পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিকীর হোয়াটসঅ্যাপে।

বিদিশাকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে আপনার অবগতির জন্য বলা হয়েছে যে, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের রেজিস্ট্রেশনের দলিলে উল্লিখিত অ্যানেক্সে উল্লিখিত কোনো স্থাবর সম্পত্তি আপনি দখল বা ব্যবহার করতে পারবেন না, যে সম্পর্কে আপনি সম্পূর্ণ অবগত আছেন। নিষেধাজ্ঞার পরেও, তফসিলে তালিকাভুক্ত যানবাহনগুলি রাষ্ট্রপতি পার্কে থাকতে বাধ্য হয়, যার নম্বর ঢাকা মেট্রো-কে-১৭-৩০৪৬, ঢাকা মেট্রো-গ-২১-৩১৬৪, ঢাকা মেট্রো-চ-১১-৬৮৭৫, ঢাকা। এ-৪২-৪১৩৭ যেটা আপনি এবং আপনার লোকেরা ব্যবহার করছেন, যা সম্পূর্ণ বেআইনি। ওই যানবাহনের মাধ্যমে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে দায় নিতে হবে। এর জন্য ট্রাস্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *