বিনোদন প্রতিবেদক : মডেল-অভিনেত্রী প্রিয়াংকা জামান। অনুষ্ঠান উপস্থাপনার মধ্যদিয়ে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর গ্রামীণফোন, আড়ংসহ বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। আজ ১৪ জানুয়ারি তাঁর জন্মদিন । বর্তমানে তিনি মালোয়েশিয়ায় অবস্থান করছেন । প্রিয়াংকা জামান বলেন, গতবার জন্মদিনে আমি চায়না ছিলাম । দুইবারই চায়নাতে নিজের জন্মদিন পালন করেছি । এবার আমি মালয়েশিয়াতে আমার বার্থডে পালন করছি এবং একটা বিজ্ঞাপনচিত্র ও আর্ট ফিল্মের কাজে আসছি । একমাস টানা মালয়েশিয়াতে আছি। বাসার সবাইকে খুব মিস করতেছি । তবে এখানেও সবার সাথে ভিন্নভাবে এবারের জন্মদিন পালন করছি।প্রিয়াংকা জামান মালয়েশিয়ায় গিয়েছেন চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজের একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নিতে। মালয়েশিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে বিজ্ঞাপন চিত্রটির শুটিং হয়েছে । সব ঠিক থাকলে এ মাসের শেষ দেশে ফিরবেন তিনি।
