প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা নির্বাচিত হলেন রেবেকা সুলতানা

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা নির্বাচিত হলেন রেবেকা সুলতানা

শিক্ষা

নিজস্ব প্রতিনিধি:
নব-নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা তার সাবেক কর্মস্থল প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে পূর্ব ঘোষণা ছাড়াই উপস্থিত হয়ে সবাইকে অবাক করে দেন। এ অনুষ্ঠানে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় বনানী স্টার টাওয়ারের আইকিউসি হলে আলোচনা সভার আয়োজন করে। এই অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক রেবেকা।

ড. রেবেকা সুলতানা অনুষ্ঠানে তার কর্মক্ষেত্রের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম কাউকে কিছু না বলে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে আসব। সবাইকে চমকে দেবো। তার আগেই আমার আগমনের খবর সবাই জেনে গেছে।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. রায়হান আজাদ, নীতি ও উন্নয়ন উপদেষ্টা সুজাদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড.ইফফাত জাহান ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী এএসএম আরিফ। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুন্নবী মোল্লা।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা পদে অধ্যাপক ড. রেবেকা সুলতানাকে প্রস্তাব দেওয়া হয়। তিনি সদয়ভাবে রাজি হন। এসময় ড. রেবেকা প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং শুভাকাঙ্খী হিসেবে পাশে থাকার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *