নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের প্রবাসী আয়ের অর্ধেকের বেশিই মাত্র চারটি জেলায় কেন্দ্রীভূত। প্রবাসী আয়ে শীর্ষে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট। এ চার জেলা ছাড়া দেশের অন্য কোনো জেলায় ১০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় হয়নি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জেলাভিত্তিক প্রবাসী আয়ের তথ্য থেকে এই পরিসংখ্যান পাওয়া গেছে। গত ২০২২-২৩ অর্থবছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের ৫২ শতাংশের বেশি এসেছে এই চার জেলা থেকে। এর মধ্যে বিদায়ী অর্থবছরে প্রবাসী আয় সবচেয়ে বেশি বেড়েছে চট্টগ্রামে। গত অর্থবছরে এ জেলায় প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৬১ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে উল্লেখিত চার জেলায় এসেছে ১ হাজার ১১১ মিলিয়ন ডলার, যা ওই অর্থবছরের মোট প্রবাসী আয়ের ৫২ দশমিক ৪১ শতাংশ। এর মধ্যে ঢাকা জেলা পেয়েছে সর্বোচ্চ ৬৯৭ মিলিয়ন ডলার, চট্টগ্রাম ১৬১ মিলিয়ন ডলার, কুমিল্লা প্রায় ১২৯ মিলিয়ন ডলার এবং সিলেট ১২৪ মিলিয়ন ডলার পেয়েছে। এ চার জেলা ছাড়া দেশের অন্য কোনো জেলায় ১০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় হয়নি।
দেশের ৬৪টি জেলার মধ্যে ৬টি জেলা প্রবাসী আয়ের দিক থেকে সবচেয়ে পিছিয়ে। এর মধ্যে তিনটি পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি। বাকি তিনটি জেলা হলো লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও।