প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রেসিডেন্টের সাক্ষাৎ

জাতীয়

নিজস্ব প্রতিনিধি:
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট আকিহিকো তানাকার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৬ এপ্রিল) সকালে টোকিও আকাসাকা প্যালেস স্টেট গেস্ট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা উর্মি।

একই গেস্ট হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ-জাপান কমিটির অর্থনৈতিক সহযোগিতার চেয়ারম্যান ফুমিয়া কোকুবু এবং জেট্রোর চেয়ারম্যান ও সিইও ইশিগুরু নরিহিকো সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়, মেধাস্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা এবং আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *