প্রথম দফায় ছাড়া আর্জেন্টিনার ম্যাচের টিকিট মাত্র ১০ মিনিটেই শেষ

প্রথম দফায় ছাড়া আর্জেন্টিনার ম্যাচের টিকিট মাত্র ১০ মিনিটেই শেষ

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:

বহু প্রতীক্ষিত বিশ্বকাপ জয়ের পর এশিয়ায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ১৫ জুন চীনের রাজধানী বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের টিকিটের দাম নিয়ে সমালোচনা থাকলেও মেসি-ডি মারিয়াকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি ভক্তরা। অতএব, এই ম্যাচের সমস্ত টিকিট প্রথম দফায় ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের স্থানীয় সময় দুপুর ১টায় টিকিট বিক্রি শুরু হয়। শুরুর ১০ মিনিটের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। তবে প্রথম দফায় কয়টি টিকিট ছাড়া হয়েছে তা এখনো ঘোষণা করেনি কর্তৃপক্ষ।

বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬৮,০০০। আর্জেন্টিনা ম্যাচের সবচেয়ে কম দামী টিকিট ছিল ৮২ মার্কিন ডলার বা প্রায় ৯ হাজার টাকা। আর টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ৬৭৫ মার্কিন ডলার বা প্রায় ৭৩ হাজার টাকা।

এদিকে, আর্জেন্টিনার এই ম্যাচের টিকিট অ-হস্তান্তরযোগ্য বলেও নিয়ম করা হয়েছে। তবে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইচ্যাটে’-এ বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকায় সবচেয়ে দামি টিকিট কেনার প্রস্তাব করা হয়েছে। এই ম্যাচের দ্বিতীয় দফার টিকিট প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (৮ জুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *