নিজস্ব প্রতিনিধি:
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ ড্রয়ে বাংলাদেশ মালদ্বীপকে পেয়েছে। দুটি প্রতিযোগিতাতেই মালদ্বীপকে গ্রুপে পেয়ে খানিকটা খুশিই হয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। ড্র শেষে এক ভিডিও বার্তায় সন্তোষ প্রকাশ করেন ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার।
জামাল ভূঁইয়া বলেন, ‘মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আমি মনে করি এটা আমাদের জন্য ভাল হয়েছে. কারণ পুলে আরও শক্তিশালী দল ছিল। মালদ্বীপের প্রতি শ্রদ্ধা রেখেই বলব, এই ড্র বাংলাদেশের জন্য ভালো হয়েছে।
কেন ভালো লাগলো তাও ব্যাখ্যা করলেন বাংলাদেশ অধিনায়ক, ‘মানসিকভাবে আমরা এগিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসী। কারণ আমরা সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে খেলেছি এবং ম্যাচ জিতেছি।
তবে সাফের ও বিশ্বকাপের ম্যাচকে আলাদা উল্লেখ করে জামাল ভূঁইয়া বলেছেন, ‘দুই ম্যাচ দুইরকম। তারপরও আমি বলবো এই ড্রটা আমাদের জন্য ঠিক আছে।’
হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুই লেগের খেলায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১২ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে দ্বীপ দেশটিতে গিয়েই তাদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর পাঁচ দিন পর ১৭ অক্টোবর নিজেদের মাটিতে মালদ্বীপকে আতিথ্য দেবে জামাল ভুঁইয়ারা।
৪৮ দলের অংশগ্রহণে ২০২৬ বিশ্বকাপে এশিয়া থেকে সর্বমোট ৯ টি দল অংশ নেবে। তাদের মধ্যে ৮টি দল সরাসরি বাছাই থেকে আর বাকি একটি দল যাবে প্ল-অফের মাধ্যমে। দুই লেগ মিলিয়ে মালদ্বীপের বিপক্ষে জিততে পারলেই বাংলাদেশ চলে যাবে দ্বিতীয় রাউন্ডে।