চৌধুরী নুপুর নাহার তাজ , দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এর লেখা ইতিহাসের পাতায় রাজবাড়ী বইটি ব্যপক সাড়া ফেলেছে দিনাজপুরে। ইতিহাসের অনুসন্ধান ও লিপিবদ্ধ করতে লেখকের সময় লেগেছে আট থেকে নয় বছর। বইটি যত্ন সহকারে, তীক্ষ্মতার সাথে অনেক সুন্দর ভাবেই মুদ্রন করা হয়েছে। বইটি মূল্য ধরা হয়েছে- ৩৫০ টাকা। একজন প্রকৌশলী যার ইস্টিম্যাট ডিজাইন, লেআউট, নোয়া বা ঠিকাদারের কাছে কাজ বুঝে নেওয়ার মাঝেই প্রতিটি মুহুর্ত ব্যস্ততার সাথে সময় কাটাতে হয়, সেখানে তিনি তার সবকিছুই ঠিক রেখে দেশের মানুষকে উপহার দিয়েছে একটি চমৎকার ইতিহাস সম্বলীত বই। এখানে তিনি তুলে ধরেছেন।
প্রাগৈতিহাসিক আমলে রাজবাড়ী, দ্য গ্রেট গোয়াল্যান্ডু, ল্যান্ডলর্ড অফ স্টেট রাজবাড়ী,পর্তুগিজ- ফিরিঙ্গি আক্রমণ, চাঁদ সওদাগরের ঢিবি, পদ্মার ইলিশ, মুক্তিযুদ্ধে রাজবাড়ী, বিভিন্ন উপমায় প্রায় দুই শতাধিক ইতিহাসের ভান্ডার এই বইটি। প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রাজবাড়ীর বিনোদপুরে ১৯৮৭ সালে জন্ম গ্রহন করেন। তার পিতা আব্দুল হান্নান, মাতা মুন্নী বেগম। তিনি রাজবাড়ী জেলা স্কুল থেকে এস এসসি, রাজবাড়ী সরকারী কলেজ থেকে এইচ এস সি পাস করেন। পরে তিনি বুয়েটে পুরকৌশল থেকে ৩১ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে গণপূর্ত ক্যাডারে যোগদান করেন। বতর্মানে নির্বাহী প্রকৌশলী পদে দিনাজপুর জেলার দায়িত্বে রয়েছেন।
তার স্ত্রী দিনাজপুরের মেয়ে তৌফিকা ইতালি ফ্রান্স, দুবাই ভারত সহ ১০ টি দেশ ভ্রমন করেছেন। তিনি লালন একাডেমী ও ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশের আজীবন সদস্য।
