পূজা চেরীর বাড়িতে শুধু জায়েদ খানের ছবি!

পূজা চেরীর বাড়িতে শুধু জায়েদ খানের ছবি!

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:

ঢাকাই সিনেমার খ্যাতিমান নায়ক জায়েদ খান। তিনি পূজা চেরির স্বপ্নের নায়ক, তার বাড়িতে শুধু জায়েদ খানের ছবি! জায়েদ খান কোথাও শুটিং করছেন শুনে তাকে দেখতে ছুটে যান পূজা।

জায়েদ ভক্ত অভিনেত্রী পূজা চেরি বাস্তবে কতটা তা জানা না গেলেও ‘লিপস্টিক’ নামের সিনেমার পর্দায় এমন চরিত্রে দেখা যাবে তাকে।

জায়েদের ভক্ত একজন নারীকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে কামরুজ্জামান রুমন পরিচালিত সিনেমাটি।

রোববার (১৭ সেপ্টেম্বর) সাভারে সিনেমাটির শুটিং শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জায়েদ খান। সেখানে তিনি বিষয়টি জানান।

‘লিপস্টিক’ ছবিতে নিজের নামে অভিনয় করছেন জায়েদ খান। জায়েদ বলেন, এটি তার জীবনে একটি ভিন্ন ব্যতিক্রমী ঘটনা হবে।

জায়েদ খান বলেন, এই সিনেমার গল্প আমাকে ঘিরে, এই বিষয়টি আমাকে খুবই আবেগপ্রবণ করে তুলেছে। আমি সব সিনেমায় নায়ক হিসেবে কাজ করি। কিন্তু এটি একটি ব্যতিক্রম। এই মুভিটি আমাকে একজন সুপারস্টার হিসেবে কাস্ট করেছে, আমি চরিত্রটি নিয়ে সত্যিই এক্সাইটেড।

জায়েদ খান ও পূজা চেরি ছাড়াও ‘লিপস্টিক’-এ আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আদর আজাদ প্রমুখ। এই সিনেমায় আদর আজাদের বিপরীতে দেখা গেছে কলকাতার দর্শনা ভানিকরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *