চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আলমডাঙ্গা থানা পুলিশের মুন্সিগঞ্জ ক্যাম্প কর্তৃক মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল উদ্ধার করা সহ একজনক গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্র জানা গেছে, শনিবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) তাপস সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় আলমডাঙ্গা থানাধীন সোনাতনপুর গ্রামস্থ মধুখালী মাঠের পাকা রাস্তার দক্ষিণ পার্শ্ব হতে সোনাতনপুর গ্রামের মুনসুর আলী’র ছেলে রাজন আলী( ২৭) এর কাছ থেকে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট( নেশা জাতীয়) ও একটি লাল কাল রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।