পুনরায় চালু হয়েছে এনআইডি সার্ভারের সেবা

পুনরায় চালু হয়েছে এনআইডি সার্ভারের সেবা

জাতীয়

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার পুনরায় সক্রিয় করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুর ২টার পর থেকে সার্ভারটি চালু হতে শুরু করেছে। তবে এখনো পুরোটা সচল হয়নি।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ তথ্য জানিয়েছেন।

ইনচার্জ সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, এনআইডি সার্ভার আংশিক ঠিক করা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই সবকিছু চালু হয়ে যাবে।

এ প্রসঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) একেএম হুমায়ুন কবির বলেন, প্রায় ৩২ ঘণ্টা পর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সার্ভারের সেবা শুরু হয়েছে। হ্যাকিং প্রতিরোধে সার্ভারটির কার্যক্রম বন্ধ ছিল।

এর আগে, সোমবার (১৪ আগস্ট) থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ও জাতীয় পরিচয়পত্র সেবাসংক্রান্ত ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সোমবার অফিস সময় শেষ হওয়ার পরই তথ্যভান্ডারের সার্ভার বন্ধ রাখার জন্য মহাপরিচালক নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনার আলোকে সেটি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা পাওয়ার ওয়েবসাইটও ডাউন করে দেওয়া হয়েছে। যেন সেখানে কেউ প্রবেশ করতে না পারেন।

এতে শুধু ১৭১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানই নয়, বিপাকে পড়েছিলেন ইসির মাঠপর্যায়ের কর্মকর্তারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *