পীরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

পীরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

জেলা

রুবেল হোসাইন, রংপুর প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর বৈরাগীপাড়া গ্রামে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত হেলাল (৪০) সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান ওরফে গাটু রহমানের বড় ছেলে। ছোট ছেলে মহিবুল (৩৫) ও মেয়ের জামাই মালেকের সঙ্গে হেলালের দীর্ঘ দিন থেকে জমি ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল।

স্থানীয়রা জানান, নিহত হেলাল জীবিকার তাগিদে সেটেলমেন্টে জমিজমা সংক্রান্ত দালালি করতো। অপরদিকে সংসারে অভাব অনাটনের কারনে সে চোরও ছিল। হেলালের নামে একাধিক মামলা থাকায় রংপুর বিজ্ঞ আদালত হইতে জামিন প্রাপ্ত হয়ে গত শুক্রবার সন্ধ্যাবেলা নিজ বাড়িতে আসেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১ টার সময় পান ও সিগারেট আনার জন্য বাড়ি থেকে বাহির হইলে পৌরসভার ওসমানপুর বৈরাগীপাড়ার জনৈক -ক্ষিতীশ বাবুর মুদি দোকানের সামনে পৌছামাত্র পূর্ব শত্রুতার জের ধরে ওঁৎ পেতে থাকা ঘাতক মহিবুল, বোন জামাই মালেক দু’জন হেলালকে রাস্তায় পথরোধ করে উভয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছোট ভাই মহিবুলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হেলাল এর পেটে সজোরে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন।

হেলাল ঘটনাস্থলে রক্তাক্ত হইলে তড়িঘড়ি করে তাকে চিকিৎসার জন্য ঘাতক মহিবুল ও মালেক একটি রিক্সায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক মৃত হেলালের মৃতদেহ হাসপাতালে রেখে ছোট ভাই মোঃ মহিবুল ইসলাম ও বোন জামাই মোঃ আঃ মালেক মিয়া পালিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হেলালের লাশ পীরগঞ্জ থানা মর্গে আছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন এএসপি ডি-সার্কেল মোঃ আবু হাসান মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *