পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১০ মে

পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১০ মে

অপরাধ

নিজস্ব প্রতিনিধি:

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ মে দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। তবে এদিন তার সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আগামী ১০ মে পরবর্তী দিন ধার্য করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা।

সাক্ষ্যগ্রহণকালে কারাগারে থাকা চার আসামি অবন্তিকা বড়াল, শঙ্খ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে আদালতে হাজির করা হয়। এছাড়া গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ১০ অভিযুক্ত পলাতক রয়েছেন।

বাকি পলাতকরা হলেন- পিকে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রীতিশ কুমার হালদার, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী পিকে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পিকে হালদার তার দখলে রেখেছেন ৫ কোটি টাকার অবৈধ সম্পদ। এ ছাড়া অর্থ আড়াল করার জন্য বিদেশে পাচার করে মানি লন্ডারিং আইনে অপরাধও করেছেন তিনি। মামলাটি তদন্ত করে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *