পাঠ্যবইগুলো এখনো পরীক্ষামূলক রয়েছে-শিক্ষামন্ত্রী

শিক্ষা

ডেস্ক রিপোর্ট ঃ

এ বছর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন পাঠ্যক্রমের যেসব বই পৌঁছে দেওয়া হবে সেগুলো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বইতে ভুল থাকতে পারে। বিষয়বস্তুর সঙ্গে কোনো দ্বিমত, অস্বস্তি বা আপত্তি থাকলে জানাতে হবে, ভবিষ্যতে সেগুলো সম্পাদনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

ঢাকায় বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘একবিংশ শতাব্দীতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা উপকরণ বিতরণ ও স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড ইউনিভার্সিটি এবং নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দীপু মনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত নিয়ে নতুন পাঠ্যক্রমের বই পরিমার্জিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, ৩৩ হাজার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলক সংস্করণের বই পৌঁছে দেওয়া হয়েছে। এবার ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে যে বইগুলো পৌঁছে দেয়া হয়েছে সেগুলোতে ত্রুটি থাকতে পারে। বিষয়বস্তুর সাথে কোন মতবিরোধ, অস্বস্তি বা আপত্তি অবশ্যই আমাদের কাছে রিপোর্ট করা উচিত। শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং শিক্ষাবিদদের মতামতের ভিত্তিতে এগুলি সারা বছর পরিমার্জিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *