ডেস্ক রিপোর্ট ঃ
বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ মুক্তি পাবে ২৫ জানুয়ারি। তবে এই সিনেমা নিয়ে ভারতে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এছাড়া এই সিনেমা নিয়ে শাহরুখের ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা বিরাজ করছে। এদিকে দুবাইয়ের বুর্জ খলিফায় এই ছবির ট্রেলার দেখানো হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শাহরুখ খানের উপস্থিতিতে বুর্জ খলিফায় ‘পাঠান’ ট্রেলার উন্মোচন করা হয়।
শাহরুখ খান একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে দুবাইয়ে রয়েছেন বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠান ছিল ১৩ জানুয়ারি। সেই দিন, বলিউডের রাজার উপস্থিতিতে, কর্তৃপক্ষ পাঠান সিনেমার ট্রেলার ১৪ জানুয়ারি বুর্জ খলিফায় দেখানোর সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাঠান’। যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’-এর ট্রেলার ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এদিকে সিনেমার গান ‘বেশরাম রং’ এবং দীপিকার পোশাক নিয়ে ভারতজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। অনেকেই এই ছবি বয়কটের ডাক দিয়েছেন।