পাকিস্তানে জেইউই-এফ সম্মেলনে বোমা হামলা, নিহত বেড়ে ৫৪

পাকিস্তানে জেইউই-এফ সম্মেলনে বোমা হামলা, নিহত বেড়ে ৫৪

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়ার বাজুয়ার জেলায় জমিয়ত উলামা ইসলাম-ফজল (জেইউই-এফ) সম্মেলনে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪ হয়েছে। সোমবার (৩১ জুলাই) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দেশটির পুলিশের মতে, আত্মঘাতী এ বোমা হামলার পেছনে সন্ত্রাসী সংগঠন দায়েশ দায়ী বলে মনে করা হচ্ছে।

বাজুয়া জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) নাজির খান জানান, বাজুয়া ও আশপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহতদের অধিকাংশকে সেখানে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহতদের একটি সামরিক হেলিকপ্টারে বাজুয়ার থেকে পেশোয়ারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দেশটির আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ‘আমরা এখনো বাজুয়ার বিস্ফোরণের বিষয়ে তদন্ত করছি এবং তথ্য সংগ্রহ করছি। প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠন দায়েশ জড়িত ছিল।’

পুলিশ আরও জানিয়েছে যে তারা আত্মঘাতী বোমা হামলাকারী সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

নাজির খান বলেন, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান (টিটিপি) গত বছরের শেষের দিকে দেশটির সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে। এরপর থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী হামলা বেড়েছে। চলতি বছরের শুরুর দিকে পেশোয়ারের একটি মসজিদে বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে বলা হয়েছে যে টিটিপি সম্ভবত আল কায়েদার সাথে একীভূত হয়ে একটি বড় সংগঠন গঠন করবে যা দক্ষিণ এশিয়ায় সক্রিয় সমস্ত জঙ্গিদের আশ্রয় দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *