পাঁচ হাজার পরিবার পেলো ব্র্যাকের লবণ-সহিষ্ণু ফলজ গাছ

পাঁচ হাজার পরিবার পেলো ব্র্যাকের লবণ-সহিষ্ণু ফলজ গাছ

জেলা

মোংলা প্রতিনিধি:
ব্র্যাক জলবায়ূ পরিবর্তন কর্মসূচীর আওতায় এবার মোংলায় ফলোজ গাছ পেলো পাঁচ হাজার পরিবার। আজ বিকেলে উপজেলার চিলা ইউনিয়নে একটি পরিবারে নারিকেল, কদবেল ও সফেদার তিনটি গাছের চারা বিতারণ করা হয়। উপজেলার ছয়টি ইউনিয়নে পাঁচ হাজার পরিবারে এই ফলজ গাছ বিতারণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ উপস্থিত পরিবারের মধ্যে এই গাছের চারা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ব্র্যাক জলবায়ূ পরিবর্তন কর্মসূচী, মোংলার প্রজেক্ট ম্যানেজার, মোঃ সফিকুর রহমান স্বপন, এরিয়া ম্যানেজার তৃপ্তি সরদার, মোঃ শাহবুদ্দিন এবং ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার মোঃ সফিকুর রহমান স্বপন বলেন, ২০১৯ সাল থেকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় কাজ করে আসছে ব্র্যাক। তারই ধারাবাহিকতায় মোংলা উপজেলার ছয়টি ইউনিয়নে ব্রাক এর নিজস্ব অর্থায়নে পাঁচ হাজার পরিবারে তিনটি করে নারিকেল, কদবেল এবং সফেদাসহ ১৫ হাজার গাছের চাঁরা বিতরণ করছে। নারিকেল, কদবেল এবং সফেদা গাছ লবণ-সহিষ্ণু এবং এই এলাকার জন্য উপযোগী। এজন্য এসব ফলজ গাছ বিতারণ করা হয়। এদিকে গাছের চারা পেয়ে সাধারন জনগন তাদের সন্তুিষ্ট এবং কৃতঙ্গতা প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, ব্র্যাক জলবায়ূ পরিবর্তন কর্মসূচী ২০১৯ ইং সাল থেকে মোংলা উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ৫৪৭৫ টি পরিবারকে সরাসরি খানা ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষন পদ্ধতি এবং কমিউনিটি ভিত্তিক ২৬ টি প্রতিষ্ঠানে বৃষ্টির পানি সংরক্ষন পদ্ধতি প্রদান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *