নিজস্ব প্রতিনিধি:
রাজধানীতে চালু হলো ফায়ার সার্ভিসের পল্লবী স্টেশন। পল্লবীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফায়ার স্টেশনের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
সোমবার সকাল ৯টায় রাজধানীর মিরপুর ডিওএইচএসের ভেতরে নির্মিত পল্লবী ফায়ার স্টেশনের উদ্বোধন করেন তিনি। ০.৪১৩ একর জমিতে ফায়ার স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৫৬ লাখ টাকা। ২৬ জুন, ২০২১-এ এর নির্মাণ শুরু হয়। ১৮ জুলাই, ২০২২-এ শেষ হয়। সেই বছরের ১০ আগস্ট, ঠিকাদার কোম্পানি বঙ্গ বিল্ডার্স লিমিটেড স্টেশনটি ব্যবহারযোগ্য হিসাবে হস্তান্তর করে।
ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পল্লবী ফায়ার স্টেশনটি ‘এ’ ক্যাটাগরির। চারতলা ভিত্তির উপর নির্মিত তিনতলা বিশিষ্ট স্টেশন ভবন।পল্লবী ফায়ার স্টেশনের জন্য অনুমোদিত জনবল হল সিনিয়র স্টেশন অফিসার, স্টেশন অফিসার, লিভার, ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদ সহ ৪২ জন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন বলেন, ‘দেশে বেশ কয়েকটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সব জায়গা থেকে সচেতন হলেই যে কোনো অগ্নিকাণ্ড রোধ করা সম্ভব। ২০০৯ সালে ফায়ার সার্ভিসের জনবল ছিল মাত্র ছয় হাজার। সেখান থেকে কর্মী বেড়েছে ১৪ হাজার ৪৫৭ জন। লোকবল বাড়ার সাথে সাথে যন্ত্রপাতিও বেড়েছে। এছাড়া আমাদের রয়েছে ৯০ শতাংশ অগ্নি প্রতিরোধ ও অগ্নিনির্বাপক সরঞ্জাম।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও উপস্থিত ছিলেন।