পরীর রাজ্য অসুস্থ, রাজের দায়িত্ব নিয়ে প্রশ্ন!

পরীর রাজ্য অসুস্থ, রাজের দায়িত্ব নিয়ে প্রশ্ন!

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:
কয়েকদিন ধরে একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে হাসপাতালে ছুটছেন অভিনেত্রী পরীমনি। ক্যানোলা হাতে লাগিয়ে দেওয়া হয়েছে জ্বরে আক্রান্ত ছোট্ট রাজ্যের হাতে। এদিকে পরীমনি যখন তার আদরের সন্তানের অসুস্থতা সামলাতে হিমশিম খাচ্ছেন, তখন দেশের বাইরে অবস্থান করছেন শরিফুল রাজ। এর মধ্যে হঠাৎ করেই নিজের ফেসবুক পেজে একটি মুখাবয়বের ছবি পোস্ট করেন রাজ। নেটিজেনরা বিষয়টিকে ইতিবাচকভাবে নিচ্ছেন না। ছেলের প্রতি রাজের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

রাজের ছবিতে একজন নেটিজেন লিখেছেন, ‘সত্যিই আপনি এইরকমই মুখোশধারী!! স্যালুট!! আরেক নেটিজেন লিখেছেন, ‘এটা কি আপনার আসল চেহারা?’
আরেকজন নেটিজেন লিখেছেন, ‘হ্যাঁ, এটাই তোমার আসল রূপ। বাবা হিসেবে ন্যূনতম দায়িত্ব পালন করতে হবে। নাকি দায়িত্ব শুধু বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ। আরেক নেটিজেন লিখেছেন, ‘নিজের ভেতরটা ও এমনি ছবির মত। বাচ্চাটা অসুস্থ আর এনি রং তামাশায় ব্যস্ত।’

এ ছাড়া অনেক ব্যবহারকারী রাজকে নানাভাবে সমালোচনা করেছেন। অনেকে অভিভাবক হিসাবে তাদের ভূমিকার ক্ষেত্রে দম্পতির পার্থক্য নিয়েও উপহাস করেছিলেন।

এদিকে অসুস্থ ছেলের পাশে একাকী লড়াই করতে গিয়ে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন পরী। নিজের মন খারাপ বলে ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছেন তিনি। সম্প্রতি একটি পোস্টে পরী লিখেছেন, ‘এই যে বাচ্চার কিছু হইলেই মাকে যারা ব্লেইম করেন, তাদের আসলে নিজেদের জীবনের কোনো অ্যাপ্রিসিয়েশন তো নাই-ই শুধুমাত্র ফ্রাস্ট্রেশন ছাড়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *