পরীমণি নয়, রাজের আঘাতের কারন ভিন্ন

পরীমণি নয়, রাজের আঘাতের কারন ভিন্ন

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:

রাজ-পরীকে নিয়ে সমাােচনা যেন থামছেই না বরং দিন দিন তা বেড়েই চলেছে। সমালোচনার তুঙ্গে থাকা এই তারকা জুটির বৈবাহিক সম্পর্কের কলহ যেন দিন দিন আরো বেশি জলঘোলা হচ্ছে। তার উপর রাজ-পরীর হাসপাতালে ভর্তি হওয়া নিয়েও যেন কমতি নেই সমালোচনার।

কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ-পরী। যদিও পরী জ্বরের কারনে হাসপাতালে ভর্তি হয়েছেন তবে রাজ ভর্তি হয়েছিলেন তার মাথায় আঘাত পাওয়ার কারনে। আর আহত অবস্থায় তুলা রাজের দুটি ছবি নিয়ে চলছে তুমুল আলোচনা। দুটি ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে রাজের রক্তাক্ত মাথা।

অভিনেত্রী পরীমণির সঙ্গে রাজের দাম্পত্য কলহের কারণে এমনটা হয়েছে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকে। কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। কারণ বিষয়টি নিয়ে চুপ ছিলেন পরীমনি ও রাজ।

এবার রাজ নিজেই মুখ খুললেন। জানালেন তিনি ভালো আছেন। ১৭ আগস্ট দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তিনি জানান তেজগাঁও এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। সামনে থেকে আসা একটি গাড়ির সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে।

মাথায় চোট নিয়ে রাজ বলেন, ‘গাড়িতে ধাক্কা লাগাতে আমার গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতে এই জখম হয়েছে। এখন ভালো আছি। প্রথম দিকে ভেবেছিলাম, ইন্টারনাল ব্লিডিং হয়তো হয়েছে। তবে তা হয়নি। টিস্যুগুলো ড্যামেজ হয়েছে। আরেকটু বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে।’

এই অবস্থায় শুধু নিজেরই নয় স্ত্রী পরীমণিরও খোঁজ নিয়েছেন তিনি। কারণ জ্বর নিয়ে এভারকেয়ারে ভর্তি ছিলেন এই নায়িকা। ‘পরাণ’ খ্যাত এই তারকা বলেন, ‘পরী ভালো আছেন। তার সাথে আমার যোগাযোগ হয়েছে।’

কয়েকদিন ধরে চলমান তার স্ত্রীর সাথে বৈবাহিক বিবাদে তিনি আহত হয়েছেন এমন গুজব প্রত্যাখ্যান করে, রাজ বলেন যে অতিউৎসাহী লোকেরা এসব ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *