নৌকার বিজয় সুনিশ্চিত : আরাফাত

নৌকার বিজয় সুনিশ্চিত : আরাফাত

রাজনীতি

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেন, জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী। নৌকা ছাড়া মানুষ ভোট দেবে না, তাই বিজয় সুনিশ্চিত।

সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আরাফাত। ভোট দেওয়ার পর তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। গত ১৫ মে অভিনেতা আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এই নির্বাচনী ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয়। তবে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

আরাফাত বলেন, সকালে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে খোঁজখবর নিয়েছি। সকালে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম ছিল। গুলশান, বারিধারা, বনানীর ভোটাররা একটু দেরিতে ঘুম থেকে উঠলেও কালাচাঁদপুর, শাহজাদপুর বা নাড্ডায় গেলে দেখবেন অনেক ভোটার এসেছে। ভাসানটেকে গেলে দেখবেন অনেক ভোটার এসেছে। তবে এখন ভোট পরিস্থিতি শান্ত রয়েছে।

ভালোই ভোটার আসছে উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ভোটকেন্দ্রে কীভাবে ভোট গণনা হচ্ছে সেদিকে নজর রাখতে হবে। তবে তার সঠিক পরিসংখ্যান এখনই বলা যাচ্ছে না। জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী।

‘আরেকটা বিষয় খেয়াল করছেন কি না, আমরা বলছি ভোট দেন-ভোট দেন, আসলে আমরা বলছি না যে নৌকায় ভোট দেন, মানুষ ভোট দিতে এলে ভোট নৌকা পড়বে, আমাদের ডানে বামে শুধু নৌকার ভোট। আমাদের প্রচেষ্টা হচ্ছেন মানুষকে ভোট কেন্দ্র নিয়ে আসা’ – যোগ করেন আরাফাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *